বাংলাদেশের বিপুল সংখ্যক অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। ক্ষুদ্রঋণ কর্মসূচীসহ নানাবিধ সামাজিক ও অর্থনৈতিক সেবা দেশের কোটি কোটি মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে এ সকল উন্নয়ন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ। প্রদত্ত এ সকল সেবার গুণগতমান নির্ভর করছে দক্ষ নেতৃত্ব এবং উন্নত ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপর। প্রতিষ্ঠানের সার্বিক সামর্থ্য উন্নয়ন নির্ভর করে এর নির্বাহী প্রধানের দক্ষতা, যোগ্যতা, দৃষ্টিভংগী এবং তার নিজ সামর্থের উপরে। উন্নয়ন কর্মকান্ড এবং সংশ্লিষ্ট সেবা প্রদানের মানোন্নয়নের ক্ষেত্রে ‘‘উন্নয়ন ব্যবস্থাপনা কোর্স” অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ধরণের চাহিদাকে মাথায় রেখে বুরো বাংলাদেশ স্থানীয়ভাবে কর্মরত এনজিও নির্বাহী প্রধানদের জন্য ০৪ দিনব্যাপী ‘‘উন্নয়ন ব্যবস্থাপনা কোর্স”সংস্থার মধুপুরস্থ মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে ১২-১৫ নভেম্বর, ২০১৮ তারিখে অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন: দিগন্ত, সোনালী ভবিষ্যত, গ্রামীণ উন্নয়ন প্রকল্প, সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন (সাস), সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক), নারী ও শিশু কল্যান ফাউন্ডেশন, উদয়, রুরাল ইকনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন, উন্নয়ন সংঘ, স্টেপ টুওয়ার্ডস ইমপাওয়ারমেন্ট অব দি পুওর, বাজিতপুর রুরাল এডভান্সমেন্ট সোসাইটি (ব্রাস), যুগবানী সমাজ কল্যাণ সংস্থা, সোসাইটি ফর সোশ্যাল এডভান্সমেন্ট অব রুরাল পিপল, মর্ডান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডিও), নতুন সাথী, বাংলাদেশ এগ্রিকালচার ওয়ার্কিং পিপলস এসোসিয়েশন, প্রয়াস উন্নয়ন সংস্থা, এসোসিয়েশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট (এএসডি), সোস্যাল ডেভলপমেন্ট কমিটি, জিকেএস ফাউন্ডেশন, এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ, প্রগ্রেস, রুরাল ডেভেলপমেন্ট সংস্থার ২৩ জন প্রতিষ্ঠান প্রধান। উল্লেখ্য, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের থাকা, খাওয়া, কোর্স ফি, প্রশিক্ষণ উপকরণ ও যাতায়াত খরচ বুরো বাংলাদেশ প্রদান করে।